গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪৫ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক।।

অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় একদিনেই কমপক্ষে আরও ৪৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। বুধবার (২৪ এপ্রিল) রাতে চালানো এই বিমান হামলায় মৃতের সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে।

আল জাজিরা’র খবরে বলা হয়েছে, বুধবার রাতভর চলা ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত ৪৫ জন এবং আহত হয়েছেন ১০৫ জনের বেশি। চিকিৎসাসংক্রান্ত সূত্রের বরাত দিয়ে জানানো হয়, আহতদের অনেককে গাজার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে হামলা শুরু করে ইসরায়েল। সেই থেকে এ পর্যন্ত নিহত হয়েছেন ১ হাজার ৯২৮ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও পাঁচ হাজারের বেশি মানুষ।

বার্তাসংস্থা আনাদোলু গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানায়, অক্টোবর ২০২৩ থেকে ইসরায়েলের অব্যাহত আগ্রাসনে গাজায় মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৫১ হাজার ৩০৫ জনে। আর এই সময়ের মধ্যে আহত হয়েছেন ১ লাখ ১৭ হাজার ৯৬ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও জানানো হয়, ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকে থাকলেও টানা বিমান হামলা ও উদ্ধার সরঞ্জামের ঘাটতির কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। অনেক মরদেহ এখনও রাস্তায় পড়ে আছে।

উল্লেখ্য, টানা ১৫ মাসের সামরিক অভিযানের পর আন্তর্জাতিক চাপের মুখে চলতি বছরের ১৯ জানুয়ারি ইসরায়েল গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়। যদিও সেই যুদ্ধবিরতির স্থায়িত্ব ছিল মাত্র দুই মাস। মার্চের তৃতীয় সপ্তাহে গাজা থেকে সেনা প্রত্যাহার নিয়ে হামাসের সঙ্গে মতানৈক্যের জেরে আবারও হামলা শুরু করে ইসরায়েল, যা চলমান রয়েছে।

মানবাধিকার সংস্থাগুলো এই হামলাকে যুদ্ধাপরাধ ও গণহত্যার শামিল বলে আখ্যা দিচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় অবিলম্বে যুদ্ধবিরতি পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানালেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া যায়নি।

সূত্রঃ বিডি24লাইভ
মাসু/অননিউজ২৪।

আরো দেখুনঃ