সোনাগাজীতে স্কাউটের অনুষ্ঠানে জয় বাংলার গান, দু’শিক্ষকের অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি,

ফেনীর সোনাগাজীর চরমজলিশপুর ইউনিয়নের বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইব্রাহিম খান ও সহকারি শিক্ষক রহমত উল্লার অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে বিদ্যালয়ের আঙিনায় উক্ত মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চরমজলিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ আবুল বশর, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, চরমজলিশপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি মোশারফ হোসেন রিয়াদ, সাধারণ সম্পাদক আরিফ হোসেন, উপজেলা যুবদল নেতা হারুনুুর রশিদ, সবুজ, মো. ফারুক, আমির হোসেন মাসুদ, আবুল বাশার,উপজেলা সমবায় দলের সহ-সভাপতি মো. মোস্তফা, অভিভাবক নুর ইসলাম, বেলাল হোসেন, নাছির উদ্দীন, মাসুম আহমদ, সামছুল হক, সাবেক শিক্ষার্থী কাজী আশিফুল ইসলাম আহাদ, মেহেদী হাসান রিফাত বাব্বী, জাহেদ হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইব্রাহিম খান চজলিশপুর ইউনিয়ন আ.লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি উপজেলা স্কাউটের মহাতাঁবু জলসা অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠান ওই বিদ্যলয়ে অনুষ্ঠিত হয়। ওই অনুণ্ঠানে শিল্পী তাপসের “জয় বাংলা” গানটি পরিবেশন করে ওই বিদ্যলয়ের স্কুলের স্কাউট শিক্ষার্থীরা। এতে ঘটনাস্থলে উপস্থিত ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম সহ অতিথিবৃন্দ দ্রুত অনুষ্ঠান স্থল ত্যাগ করেন। বিষয়টি জানাজানি হলে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। জেলা প্রশাসক অতিরিক্ত জেলা মাজিস্ট্রেটকে প্রধান করে একটি তদন্ত কমিটি গটন করেন। বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা এ ঘটনার জন্য ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইব্রাহিম খান ও সহকারি শিক্ষক রহম উল্লাকে দায়ী করেন।। উল্লেখ্য,; ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বগাদানা ইউনিয়ন আ.লীগের সভাপতি হোসেন মোহাম্মদ আলমগীর ফেনীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা মামলায় ফেনী কারাগারে আছেন।

আরো দেখুনঃ