নড়াইলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
নড়াইল প্রতিনিধি

“ দ্বন্দে কোনো আনন্দ নাই, আপষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই” এ প্রতিপাদ্যকে ধারণ করে নড়াইলে বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) দিবসটি পালন উপলক্ষে জেলা লিগ্যাল এইড কমিটি, নড়াইলের আয়োজনে নড়াইল জেলা জজ আদালত চত্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান শারমিন নিগার।
পরে ওই স্থান থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নড়াইল চৌরাস্তা সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে গিয়ে শেষ হয়। পওে জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে দিবসের তাৎপর্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান শারমিন নিগারের সভাপতিত্বে সভায় দিক-র্দেশনামূলক বক্তব্য দেন নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র মাহমুদা খাতুন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হাদিউজ্জামান, ভারপ্রাপ্ত জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারি জজ) মোহনা আলমগীর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আশরাফুল ইসলাম, জজাকোর্টেও পিপি অ্যাডভোটেক আব্দুল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি তারিকুজ্জামান লিটু, সাধারণ সম্পাদক নেওয়াজ মাহমুদ তুহিন,
লিগ্যাল এইডের প্যানেল আইনজীবি রাজিয়া সুলতানা প্রমুখ।
বক্তারা, সমাজের অসহায় ও গরীব মানুষ যাতে জেলা আইন সহায়তা কেন্দ্রের মাধ্যমে বিনামুল্যে সেবা পায় বেশি করে প্রচার ও তাদের সার্বিক সহযোগিতার অনুরোধ জানানো হয়।
অনুষ্ঠানে বিচারক, আইনজীবি, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।