সংষ্কার কমিশনের ৬ দফা প্রস্তাব বাতিলের দাবিতে পাবনায় বিক্ষোভ

অনলাইন ডেস্ক।।

নারী বিষয়ক সংস্কার কমিশনের ছয় দফা প্রস্তাবকে ইসলামের মৌলিক শিক্ষা ও বিধানের পরিপন্থী উল্লেখ করে তা বাতিলের দাবিতে পাবনায় বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম।

বুধবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় হেফাজতে ইসলাম পাবনা জেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

পাবনা প্রেসক্লাবের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন হেফাজতে ইসলাম পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি নাজমুল হাসান, মাওলানা আব্দুল গফুর, মাওলানা আমিনুর রহমান, মুফতি ইলিয়াস, মুক্তাদির হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতারা।

বক্তারা বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবিত ছয় দফা ইসলামী মূল্যবোধ ও সামাজিক রীতিনীতির পরিপন্থী। তারা অবিলম্বে এই প্রস্তাব বাতিলের দাবি জানান এবং আগামী দিনগুলোতে কেন্দ্রীয় কর্মসূচি সফল করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বক্তারা আরও জানান, আগামী দিনে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে জেলা পর্যায়ে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

সূত্র:বিডি২৪লাইভ
মজ/অননিউজ২৪

আরো দেখুনঃ