বড়লেখায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে গরীব ও দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়েছে।

মোঃ জাকির হোসেন জুড়ী প্রতিনিধি।

গরীব ও দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও ঔষধ বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার (৩০ এপ্রিল ) দিনব্যাপী মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মুড়াউল উচ্চ বিদ্যালয়ে সেনাবাহিনী ৭৫ ফিল্ড এম্বুলেন্স এবং সিএমএইচ সিলেট ব্যবস্থাপনায়া। ১৭ আর্টিলারি ব্রিগেড (৫০ ফিল্ড রেজিমেন্ট) সার্বিক তত্ত্বাবধানে। এই ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

এ সময় ১ হাজার ১৭৫ জন গরীব ও দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ এবং ৯৫ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়।

ক্যাম্পেইন চলাকালে কর্ণেল সাইদা নাজরীনা, এম ফিল এডিএমএস, ১৭ পদাতিক ডিভিশন,লে. কর্নেল মোস্তারী খন্দকার, এফসিপিএস, এমসিপিএস, ডিসিপি, অধিনায়ক, ৭৫ ফিল্ড এ্যাম্বুলেন্স
পরিদর্শন করেন।

জানা গেছে, ১৭ পদাতিক ডিভিশনের অধীন
৭৫ ফিল্ড এম্বুলেন্স এবং সিএমএইচ সিলেট ব্যবস্থাপনায়া। ১৭ আর্টিলারি ব্রিগেড (৫০ ফিল্ড রেজিমেন্ট) সার্বিক তত্ত্বাবধানে, মেডিসিন বিশেষজ্ঞ, চক্ষু রোগ বিশেষজ্ঞ,
শিশু রোগ বিশেষজ্ঞ, যৌন ও চর্ম রোগ বিশেষজ্ঞ, মাধ্যমে সাধারণ মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

এদিকে ভবিষ্যতেও এমন ফ্রি মেডিকেল ক্যাম্পেইন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

মজ/অননিউজ২৪

আরো দেখুনঃ