জুড়ীতে বিজিবি অভিযানে ১৫ বোতল বিদেশীমদসহ ফুলতলার রুয়েল হোসেন আটক
জুড়ী প্রতিনিধি।

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা ফুলতলা ইউনিয়নের দোলাই হাওর ডাকটিলা সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ১৫ বোতল বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছেন। গত (১ মে বৃহস্পতিবার) রাত আটটার সময় ডাকটিলা বিজিবির নায়েক সুবেদার হানিফ উদ্দিন এর নেতৃত্বে বিজিবির একটি টহলদল অভিযান চালিয়ে ১৮২৯ পিলারের নিকট থেকে ১৫ বোতল বিদেশি মদসহ ফুলতলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডরে ইউপি সদস্য মোরশেদ আহমেদ রাজার( ছোট ভাই) রুয়েল হোসেন (২৮)কে আটক করেন। আটক আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দিয়ে জুড়ী থানায় সোপর্দ করা হয়েছ।
মুঠোফোন যোগাযোগ করা হলে বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মেহেদী হাসান, পিপিএম সত্যতা নিশ্চিত করেছেন।
মজ/অননিউজ২৪