সোনাগাজীতে ছিনতাই চাঁদাবাজি চক্রের দুই সদস্য গ্রেফতার

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি,

ফেনীর সোনাগাজীতে ছিনতাই ও চাঁদাবাজি চক্রের দুই সদস্য কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার আমিরাবাদ ইউনিয়নে অভিযান চালিয়ে সোনাপুর গ্রামের মো. হামিদের ছেলে সিফাত(২৫) ও বেলায়েত হোসেনের ছেলে ওমর ফারুক প্রকাশ মিস্টার ৩০) কে গ্রেফতার করে পুলিশ।
তারা সহ একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ওই এলাকায় ছিনতাই ও চাঁদাবাজি করছে বলে পুলিশের দাবি। গত ২৯ এপ্রিল মতিগঞ্জের ৮ম শ্রেণীর এক স্কুল ছাত্রী তার তিন বান্ধবী সহ মুহুরি প্রজেক্ট ঘুরতে যায়। দুপুর দুইটায় দাসগ্রাম নামক স্থানে স্কুল ছাত্রীটির পথরোধ করে রিকশা থেকে নামিয়ে তার তিন বান্ধবীকে তাড়িয়ে দেয়। এরপর অজ্ঞাত নামা এক ছেলেকে এনে তার সাথে মেয়েটি ঘুরতে বেরিয়েছে বলে অভিযোগ করে তাকে নানাভাবে হেনস্থা করে। তার পরিবারকে ভয়ভীতি দেখিয়ে তার পরিবারের কাছ থেকে এখ লাখ টাকা চাঁদা দাবি করে। ছাত্রীর পরিবার ২০ হাজার টাকা দিতে রাজি হয়। এর মধ্যে ১৩ হাজার টাকা দিয়েছেন। বাকি টাকার জন্য ৩০ এপ্রিল ও ১মে দুই দফায় তার নানার বাড়িতে গিয়ে হামলা ও নির্যাতন করে।
এ ঘটনায় স্কুল ছাত্রীর পিতা আব্দুল্লাহ প্রকাশ বাবুল এ সিফাত ও মিস্টার সহ ৭ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজীদ আকন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই চক্রের বাকিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

আরো দেখুনঃ