কুমিল্লায় মাদানী হজ্জ ও ওমরাহ সার্ভিস এর উদ্যোগে হাজীদের প্রশিক্ষণ কর্মশালা

কুমিল্লা প্রতিনিধি।

কুমিল্লায় মাদানী হজ্জ ও ওমরাহ সার্ভিস এর উদ্যোগে হাজীদের পবিত্র হজ্জ ও ওমরাহ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

আজ সকালে নগরীর একটি হোটেলের হলরুমে আয়োজিত হজ্জ ও ওমরাহ প্রশিক্ষণ কর্মশালার মোরশেদ আলম মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সেঞ্চুরি এভিয়েশনের স্বত্বাধিকার আলহাজ্ব আলী হায়দার খান। এসময় আরো বক্তব্য রাখেন, ছুফুয়া ছফরিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শহীদুল্লাহ, মাওলানা মহিউদ্দিন, মাওলানা আব্দুল জলিল, আলহাজ্ব মাওলানা শেখ আহমদ সহ আরো অনেকে।

পরে হাজীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।

আরো দেখুনঃ