মোল্লাহাটে রূপালী ব্যাংক পিএলসি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত।
বাগেরহাট প্রতিনিধিঃ

মোল্লাহাটে রূপালী ব্যাংক পিএলসি শাখার আয়োজনে, বৃহস্পতিবার(১৫ মে) দুপুরে খেলাপী ঋণ গ্রহিতাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে মোল্লাহাট শাখার ২২ জন ঋণ খেলাপির মধ্যে ১৪ জন ঋণ গ্রহীতা সম্পূর্ণ ঋণ এর অর্থ পরিশোধ করেন, বাকি ৮জন ঋণ গ্রহীতা দ্রুত সময়ে মধ্যে ঋণ পরিশোধ করার অঙ্গীকার করেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক পিএলসি’র মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান রোকনুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-মহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার শেখ আলাউদ্দিন হোসেন, সহকারী মহাব্যবস্থাপক মোঃ হারুন-অর- রশীদ ও সহকারী মহাব্যবস্থাপক পবিত্র কুমার ঘোষ। সভাপতিত্ব করেন প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক শেখ শামীম আহসান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোল্লাহাট শাখা ব্যবস্থাপক হাবিবুল বাশার সুমন।