সচিবালয়ে ঢুকতে ব্যারিকেড ভেঙে ফেলছে নগরবাসী
অনলাইন ডেস্ক।।

টানা চার দিন ধরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব ইশরাক হোসেনকে বুঝিয়ে না দেওয়ায় প্রতিবাদ চলছে।
শনিবার (১৭ মে) আন্দোলনকারীরা ‘ঢাকাবাসী’ ব্যানারে নগর ভবনের সামনে জড়ো হতে শুরু করেন। পরে তারা সচিবালয়ের উদ্দেশে যাত্রা করেন। সচিবালয়ের সামনে পুলিশের বাধার মুখে পড়েন তারা।
এদিন সাধারণ কর্মচারীরাও বিক্ষোভে অংশ নিয়ে নগর ভবনের সব গেট বন্ধ করে দেন। এতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় অচল হয়ে পড়ে। ফলে কোনো সেবাপ্রার্থী বা কর্মকর্তা ভবনে প্রবেশ করতে পারেননি।
কিন্তু কিছুক্ষণের মধ্যেই পুলিশের ব্যারিকেড ভেঙে তারা সামনে এগোতে থাকেন।
সূত্র:বিডি২৪লাইভ
আ/অননিউজ২৪