ব্লাড নিয়ে প্রতারণার বিরুদ্ধে কুমিল্লার স্বেচ্ছাসেবীদের মানববন্ধন

কুমিল্লা,প্রতিনিধি

কুমিল্লায় স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে এক প্রতারকের হস্তক্ষেপ এখন ভয়ংকর রূপ নিয়েছে। মানবিক রক্তদানের মতো মহান কাজে বিভ্রান্তি সৃষ্টি করে চলেছেন জয় সূত্রধর নামের এক প্রতারক। অভিযোগ উঠেছে, তিনি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে রক্তের প্রয়োজনের নম্বর সংগ্রহ করে প্রতারণার ফাঁদ পাতেন।
এছাড়াও, কিছু নারী স্বেচ্ছাসেবী অভিযোগ করেছেন—জয় সূত্রধর অচেতন করার ওষুধ খাওয়ানোর মতো ভয়াবহ পরিকল্পনা করে থাকে। এ ধরনের ঘটনা সমাজের মানবিক চিত্রকে কলঙ্কিত করছে এবং স্বেচ্ছাসেবীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে।
এই পরিস্থিতিতে আজ শুক্রবার (১৬ মে) বিকাল ৩টায় কুমিল্লা নগরীর আলেখারচর বিশ্বরোডে মোড়ে  বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের  ২  শতাধিক সদস্য একত্রিত হয়ে মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, “মানবিক কাজে যারা সম্পৃক্ত, তাদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের কঠোর পদক্ষেপ প্রয়োজন।”
মানববন্ধন থেকে জোর দাবি জানানো হয়, জয় সূত্রধরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যেন ভবিষ্যতে কেউ মানবিকতার সুযোগ নিয়ে প্রতারণার সাহস না পায়।
স্বেচ্ছাসেবী সমাজ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে, এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও কঠিন শাস্তি নিশ্চিত করে যেন মানবিক উদ্যোগগুলো আবারও বিশ্বাস ও নিরাপত্তার জায়গা ফিরে পায়।
আরো দেখুনঃ