আফ্রিকার বিপক্ষে লাল বলের দল ঘোষণা বাংলাদেশের
অনলাইন ডেস্ক।।

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। ঘোষিত দলে রয়েছেন ওয়ানডে সিরিজে দারুণ পারফর্ম করা রাকিবুল হাসান, ওয়াসি সিদ্দিকীরা। আছেন মারুফ মৃধা, রিপন মন্ডলের মতো নিয়মিত পারফর্মাররাও।
এ ছাড়া আরও সুযোগ পেয়েছেন ইফতেখার ইফতি, আশিকুর রহমান শিবলি, আইচ মোল্লা ও প্রীতম কুমাররা। আগামীকাল ২০ মে চট্টগ্রামে শুরু হবে প্রথম চার দিনের ম্যাচ। ২৭ মে দ্বিতীয় চার দিনের ম্যাচের ভেন্যু মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।
এর আগে সফরকারী দলের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ ইর্মাজিং দল।
চার দিনের ম্যাচের জন্য বাংলাদেশ ইমার্জিং স্কোয়াড: শাহাদাত হোসেন দিপু (অধিনায়ক), ইফতেখার ইফতি, আশিকুর রহমান শিবলি, চৌধুরী রিজওয়ান, আরিফুল ইসলাম, আইচ মোল্লা, প্রীতম কুমার, মঈন খান, শফিকুল ইসলাম, ওয়াসি সিদ্দিকী, রাকিবুল হাসান, নাঈম আহমেদ, মারুফ মৃধা, রিপন মন্ডল ও মেহেদী হাসান।
সূত্র:বিডি২৪লাইভ
আ/অননিউজ২৪