কুড়িগ্রামে বিজ্ঞান বিষয়ক গণসচেতনতা কৃষি ও পরিবেশ বিষয়ক কর্মশালা ও ফলজ বৃক্ষ প্রদান
কুড়িগ্রাম প্রতিনিধি।।

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ জ্ঞান সিন্ধু যুব বিজ্ঞান ক্লাব এর আয়োজনে আজ দুপুর ১২ ঘটিকায় ভিতরবন্দ মহাবিদ্যালয়ে এক বিজ্ঞান বিষয়ক গণসচেতনতা কৃষি ও পরিবেশ বিষয়ক কর্মশালা, ফলজ বৃক্ষ প্রদান করা হয়।
এসময় ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ভিতরবন্দ জ্ঞান সিন্ধু যুব বিজ্ঞান ক্লাবের সভাপতি আলহাজ আমিনুল খন্দকার বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শাহরিয়ার, শ্রী প্রভাত কুমার ভৌমিক উপদেষ্টা ভিতরবন্দ জ্ঞান সিন্ধু যুব বিজ্ঞান ক্লাব, ফারুক হোসেন আহমেদ অধ্যক্ষ ভিতরবন্দ স্নাতক মহাবিদ্যালয়, মুক্তি মাহমুদ আংগুর অধ্যক্ষ ভিতরবন্দ মহিলা মহাবিদ্যালয়, মামুনুর রশীদ মামুন প্রধান শিক্ষক ভিতরবন্দ বালিকা উচ্চ বিদ্যালয়, আনিছুর রহমান আনিছ ইউপি সদস্য ভিতরবন্দ, মাহমুদ হাসান অধ্যক্ষ লাইট হাউস ইন্টারন্যাশনাল স্কুল প্রমুখ।
এসময় প্রধান অতিথি উপজেলা কৃষি অফিসার শাহরিয়ার জানান এই জাতিকে উন্নয়ন অগ্রযাএায় পৌঁছাতে বিজ্ঞান, কৃষি, পরিবেশ ও ফলজ বৃক্ষের প্রতি জোরদার করতে হবে।
এসময় জ্ঞান সিন্ধু যুব বিজ্ঞান ক্লাবের সভাপতি ও ভিতরবন্দ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাচ্চু বলেন আমি দীর্ঘদিনের নিজস্ব প্রচেষ্ঠার মাধ্যমে অএ ক্লাব প্রতিষ্ঠা করে মানুষের মাঝে বিনামূল্যে বই বিতরণ ও মেধাবী ছাএ-ছাএীদের আর্থিক সহায়তা প্রদান করে আসছি।
আজকের এই বিজ্ঞান বিষয়ক গণসচেতনতা কৃষি ও পরিবেশ বিষয়ক কর্মশালা ও ফলজ বৃক্ষ সেমিনারে উপস্থিত দ্বাদশ শ্রেণীর ছাএী সাদিয়া খাতুন বলেন আমরা এই সেমিনারের মাধ্যমে অনেক কিছু জানতে পেরেছি যা বাস্তব জীবনে কাজে লাগার চেষ্টা করব।
মজ/অননিউজ২৪