মালয়েশিয়া থেকে ফেরত আসা কেউ জঙ্গি নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা
অনলাইন ডেস্ক।।

মালয়েশিয়া থেকে বাংলাদেশে ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে কেউই জঙ্গি নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (৬ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তিনি বলেন, “ভিসার মেয়াদ শেষ হওয়ায় মালয়েশিয়া সরকার তাদের ফেরত পাঠিয়েছে। মালয়েশিয়া পুলিশের পক্ষ থেকে কিছু দাবি করা হয়েছে—সে বিষয়ে আমরা যোগাযোগের চেষ্টা করছি। এখন পর্যন্ত সরকারি পর্যায়ে মালয়েশিয়া থেকে কোনো বার্তা আসেনি।”
জঙ্গি প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশে কোনো জঙ্গি নেই। সাংবাদিকদের সহযোগিতায় জঙ্গি দমন সম্ভব হয়েছে। গত ১০ মাসে জঙ্গি সংক্রান্ত কোনো তথ্য আপনাদের কাছ থেকে আমরা পাইনি, কারণ এখন জঙ্গি তৎপরতা নেই। আগে ছিল, তখন আপনারা তথ্য দিয়েছেন—সে জন্য আপনাদেরই সবচেয়ে বেশি কৃতিত্ব।”
এদিকে, মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো ৩৬ জনের মধ্যে তিনজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করেছে ঢাকার পুলিশ। গত শুক্রবার তাদের দেশে ফেরত পাঠানোর পর অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) তাদের হেফাজতে নেয় এবং পরে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। তবে, পুলিশ এখনো তাদের পরিচয় প্রকাশ করেনি।
উল্লেখ্য, মালয়েশিয়া পুলিশের দাবি অনুযায়ী, চলতি বছরের এপ্রিল থেকে সন্ত্রাসবিরোধী অভিযানে ৩৬ জন বাংলাদেশিকে আটক করা হয়। তারা দেশটির কারখানা, নির্মাণ ও সেবা খাতে কাজ করছিলেন। তাদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে সন্ত্রাসবাদের মামলা হয়েছে, ১৫ জনকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়েছে এবং বাকি ১৬ জন এখনো পুলিশ হেফাজতে রয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার পুলিশপ্রধান মোহাম্মদ খালিদ ইসমাইল।
সূত্র:বিডি২৪লাইভ
আ/অননিউজ২৪