কুমিল্লা সীমান্তে ভারতে মানব পাচারকালে সিএনজি সহ ৫ জন আটক

অনলাইন ডেস্ক।।

কুমিল্লা সীমান্ত দিয়ে ভারতে মানব পাচারকালে সিএনজি সহ ৫ জনকে আটক করা হয়েছে।জেলার বুড়িচং সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় তিনজন বাংলাদেশি নাগরিক ও দুই পাচারকারীসহ একটি সিএনজি আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় আরও দুই পাচারকারী পলাতক রয়েছে। (৮ জুলাই) মঙ্গলবার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান।
বিজিবি জানায়, রোববার (৭ জুলাই) রাতে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধীনস্থ খারেরা বিওপির টহল দল সীমান্ত পিলার ২০৭১/২-এস হতে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেলবাড়ী নামক এলাকা থেকে তাদের আটক করে।
আটককৃত বাংলাদেশি নাগরিকরা হলেন নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিজয়পুর এলাকার উসমান মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৬), একই জেলার পূর্বধলা বলিয়াকান্দা এলাকার রহম আলীর ছেলে সাইদুর হক (২৪), রানি খং উপজেলার বিজয়পুর এলাকার হজরত আলী (২৮)।
এ সময় আটক হন, মানবপাচারকারী কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের খারেরা গ্রামের আব্দুল করিমের ছেলে মো. বিল্লাল (৪৫), পাহাড়পুর এলাকার আব্দুর সাত্তারের ছেলে হাবিবুর রহমান (৩০)। তবে এ সময় পাচারচক্রের আরও দুই সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়

সূত্র: দৈনিক জনকণ্ঠ
ই/অননিউজ ২৪

আরো দেখুনঃ