নড়াইলে যৌথবাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ একজন আটক মাদক ও অস্ত্র আইনে দুটি মামলা দায়ের

নড়াইল প্রতিনিধি।।

নড়াইলে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবা, গাঁজা, দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ আসলাম শেখ (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে। আটকের ঘটনায় নড়াইল সদর থানায় মাদক ও অস্ত্র আইনে দুটি মামলা দায়েরের পর বুধবার (৯জুলাই) বিকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। আসলাম শেখ নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়গাতি গ্রামের পশ্চিম পাড়ার ইদ্রিস শেখের ছেলে।

এর আগে মঙ্গলবার (৮ জুলাই) রাতে সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়গাতি পশ্চিম পাড়া এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ৩৬৬ পিস ইয়াবা, ৮২০গ্রাম গাঁজা, ৩টি দেশীয় অস্ত্র, ৬টি মোবাইল ফোন ও নগদ ৪২ হাজার ১২০ টাকা জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নড়াইল সেনাবাহিনী ও সদর থানা পুলিশের একটি দল মঙ্গলবার রাতে সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়গাতি পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসলাম শেখকে আটক করে। এসময় আসলাম শেখের নিজ ঘরে তল্লাশি চালিয়ে ৩৬৬ পিস ইয়াবা, ৮২০ গ্রাম গাঁজা, ৩টি দেশীয় অস্ত্র, ৬টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ৪২ হাজার ১২০ টাকা জব্দ করে যৌথ বাহিনী। পরে তাকে নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম বলেন, ‘সেনা ও পুলিশের যৌথ অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ আসলাম শেখকে আটক করা হয়েছে। আসলামের বিরুদ্ধে নড়াইল সদর থানায় ২০২২ সালের একটি মাদক মামলা রয়েছে। এছাড়া আটকের ঘটনায় তার বিরুদ্ধে নতুন করে অস্ত্র আইনে একটি মামলা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো একটি মামলা দায়ের করা হয়েছে। বিকালে তাকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আ/অননিউজ২৪

আরো দেখুনঃ