প্রথমবারের মতো মাদারগঞ্জ আবদুল আলী মির্জা কাশেম কামিল মাদ্রাসা ছাত্রদলের কমিটি গঠন
মাসুদুর রহমান, জামালপুর প্রতিনিধি :

১৯৬৭ সালের ১ জানুয়ারী স্থাপিত হয়
মাদারগঞ্জ আবদুল আলী মির্জা কাশেম কামিল মাদ্রাসা। প্রতিষ্ঠার সাড়ে ৫৮ বছর পর
মাদারগঞ্জ আবদুল আলী মির্জা কাশেম কামিল মাদ্রাসার ইতিহাসে প্রথমবারের মতো গঠিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আনুষ্ঠানিক কমিটি। মাদরাসা রাজনৈতিক পরিমণ্ডলে এটিই ছাত্রদলের প্রথম সাংগঠনিক উপস্থিতি ও দলীয় রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে বলে মন্তব্য করেছেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। বুধবার (১৬ জুন) সন্ধ্যায় জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি মো: আতিকুর রহমান সুমিল ও সাধারণ সম্পাদক মো: শফিকুল ইসলাম শফিক এর এর যৌথ স্বাক্ষরে অনুমোদন করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মারিয়া আক্তার চৌতি ও সাধারণ হিসেবে মোছা: সাকিবুন্নাহার মিশুকে সাধারণ সম্পাদক পদে ঘোষণা করা হয় ।
এ দিকে আবদুল আলী মির্জা কাশেম কামিল মাদ্রাসার সভাপতি মারিয়া আক্তার চৌতি বলেন,বিএনপির ভাতৃপ্রতিম সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘদিন যাবত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম,সাধারণ ছাত্রছাত্রীদের অধিকার নিয়ে কাজ করছে,এছাড়াও ভোটের অধিকার প্রতিষ্ঠার লড়ায়ে সম্মুখ সারিতে ছিলো।আমি ছোট থেকেই মহান স্বাধীনতার ঘোষণক ও শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান বীর উত্তমের আদর্শে বিশ্বাসী। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের অর্পিত দায়িত্ব সততা ও ইনসাফের মাধ্যমে পালন করতে সচেষ্ট থাকিব। পরিষেশে ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাধারণ সম্পাদক ও দায়িত্বপ্রাপ্ত টিমের সদস্য এবং জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক সহ কমিটির সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
অন্যদিকে সাধারণ সম্পাদক মোছাঃ সাবিকুন্নাহার মিশু বলেন, এটা আমাদের কামিল মাদ্রাসার প্রথম কমিটি। মাদ্রাসার সকল শিক্ষার্থী খুবই আনন্দিত এই ভেবে যে বরাবরই ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলে।দেশের যে কোন ক্লান্তিলগ্নেন ছাত্রদল সবার সামনের সারিতে থাকে।দল আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি তা সততার সঙ্গে পালন করবো।এবং দল থেকে আগত আগামী তে সকল কর্মসূচি বাস্তবায়নে সচেষ্ট থাকবো।পরিশেষে দেশনায়ক জনাব তারেক রহমান কে ধন্যবাদ এবং ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি/ সাধারণ সম্পাদক সহ টিমের সদস্য এবং জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক সহ কমিটির সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
এ বিষয়ে জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি
সভাপতি মো: আতিকুর রহমান সুমিল ও
সাধারণ সম্পাদক
সাধারণ সম্পাদক মো: শফিকুল ইসলাম শফিক জানান, ২ সদস্য বিশিষ্ট আংশিক পুর্নাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে । সেই সাথে আগামী ৩০ দিনের মধ্যে পুর্নাঙ্গ কমিটি করার নির্দেশনা দেওয়া হয়েছে।
ই/অননিউজ ২৪