মদ্যপ অবস্থায় উবার চালককে মারধরের অভিযোগে নোবেল আটক
অনলাইন ডেস্ক।।

রাজধানীর কল্যাণপুরে মদ্যপ অবস্থায় উবার চালককে মারধরের অভিযোগে কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) মধ্যরাতে মিরপুর মডেল থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সত্যতা যাচাই ও প্রয়োজনীয় তথ্য জানতেই নোবেলকে থানায় আনা হয়েছে। তার বক্তব্য শুনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্র জানায়, শনিবার রাতের দিকে উবার অ্যাপের মাধ্যমে একটি প্রাইভেট কার ভাড়া করে কল্যাণপুর থেকে গন্তব্যস্থল হাবুলের পুকুরপাড় এলাকায় যান নোবেল ও তার স্ত্রী সালসাবিল মাহমুদ। গন্তব্যে পৌঁছানোর পরও গাড়ি থেকে না নেমে তিনি চালকের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান। পরে কথাকাটাকাটির একপর্যায়ে উবার চালক আকবর হোসেনকে শারীরিকভাবে আঘাত করেন বলে অভিযোগ উঠে।
এ সময় আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হলে নোবেল উত্তেজিত হয়ে পড়েন। পরে মিরপুর থানা পুলিশ এসে তাকে, চালক ও ভাড়ায় চালিত গাড়িটি থানায় নিয়ে যায়। মধ্যরাত পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।
এর আগে, চলতি বছরের ২০ মে নারী নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হন নোবেল। পরে আদালতের নির্দেশে ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে তার ও সালসাবিলের বিয়ে সম্পন্ন হয়। ২৪ জুন আদালত থেকে তিনি জামিনে মুক্তি পান।
সূত্র:বিডি২৪লাইভ
ই/অননিউজ ২৪