সোনাগাজীতে জুলাই গণঅভ্যুত্থানে দিবসে বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি,

ফেনীর সোনাগাজীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে সোনাগাজী মোহাম্মদ ছাবের মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যাণয় মাঠ থেকে এক বিশাল মিছিল শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর কার্যালয়ে শেষ হয়। উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবেদীন বাবলুর সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ আলম ভূঞার সঞ্চালনায় সমাবেশ বক্তব্য রাখেন ফেনী জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শামছুউদ্দিন খোকন চেয়ারম্যান, পৌর বিএনপির আহবায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঞা, সদস্য সচিব ইমাম হোসেন পবীর, মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার, চরদরবেশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর যুবদলের আহবায়ক ইকবাল হোসেন, সদস্য সচিব মাকসুদুর রহমান রাসেল হামিদি, জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি জান্নাতুল ফেরদাউস মিতা ও উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক মোশাররফ হোসেন আলমগীর মেম্বার প্রমূখ।

ই/অননিউজ ২৪

আরো দেখুনঃ