বাগমারায় জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত
আবু বাককার সুজন (বাগমারা) রাজশাহী

আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাগমারা উপজেলা জামায়াতের উদ্যোগে নির্বাচন পরিচালাকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রোববার বিকেল তিনটায় উপজেলা সদর ভবানীগঞ্জে জামায়াতের অফিস কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামাতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও রাজশাহী জোনের সহকারী পরিচালক অধ্যাপক মো: রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারি মো: গোলাম মুর্তজা এবং রাজশাহী-৪, বাগমারা আসনে জামাতের এমপি প্রার্থী ডা. আব্দুল বারী সরদার। মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- রাজশাহী জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মাষ্টার আব্দুল আহাদ কবিরাজ, রাজশাহী জেলা জামাতের আমীর মাষ্টার কামরুজ্জামান হারুন, জামায়াতের নায়েবে আমীর যথাক্রমে আব্দুল মজিদ খান ও জামায়াতের বাগমারা উপজেলা সেক্রেটারী অধ্যাপক অহিদুল ইসলাম প্রমুখ।