কুড়িগ্রামে জাতীয় মৎস্য সপ্তাহে র‍্যালী,মাছের পোনা অবমুক্ত ও আলোচনা সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি :

অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যে কুড়িগ্রামে পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ।এ উপলক্ষে সোমবার দুপুরে জেলা প্রশাসকের কাযা’লয়় চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কাযা’লয়ের সামনে পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় মৎস সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা। শেষে তেলাপিয়া ও কাপ’ চাষকারী মৎস চাষীর মাঝে পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেষ্ট বিতরণ করেন অতিথিগণ।এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো:মাহফুজুর রহমান,জেলা মৎস কর্মকর্তা মোক্তাদির খান, জেলা প্রাণিসম্পদ কম’কতা’ হাবিবুর রহমান, জেলা বিএনপির যুগ্ন সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব,এনসিপির জেলা সমন্বয়ক মুকুল মিয়া ও সাবেক বৈষম্যবিরোধী আন্দোলন নেতা আব্দুল আজিজ নাহিদ প্রমুখ।

আরো দেখুনঃ