সোনাগাজীতে অবৈধ বালু উত্তোলন করে পুকুর খননের অভিযানে দুটি ড্রেজার ও বালি জব্দ
জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের মুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে প্রশাসন। শুক্রবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে নবাবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রঘুনাথপুর এলাকার কাটা মোবারক ঘোনা এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় প্রায় ৬০ হাজার সিএফটি বালু এবং অবৈধ বালি উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। তবে অভিযানের সময় মূল বালি ব্যবসায়ী কিংবা শ্রমিকদের কাউকেই আটক করা সম্ভব হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা বলেন,“মুহুরী নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন নদীর স্বাভাবিক প্রবাহ, পরিবেশ ও কৃষিজমির জন্য মারাত্মক ক্ষতির কারণ হচ্ছে। তাই এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। জব্দকৃত বালি ও যন্ত্রপাতির বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” অবৈধভাবে বালু উত্তোলনকারীদের নাম ও ঠিকানা সংগ্রহ করে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে। জেলা প্রশাসন ফেনী এ বিষয়ে কঠোর অবস্থানে থাকবে। কাউকেই ছাড় দেওয়া হবে না। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল মুহুরী নদী থেকে ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালি উত্তোলনের মাধ্যমে সরকারি খাস জমিতে পুকুর খনন করে আসছে। এতে নদীর তীরবর্তী ফসলি জমি ও বসতবাড়ি ভাঙনের ঝুঁকিতে পড়েছে। একই কায়দায় থাক খোয়াজের লামছি, চরখোন্দকার, চর এলেন, চরআবদুল্লা বিট, দক্ষিণ চরচান্দিয়া ও পূর্ব বড় ধলী মৌজায় পুকুর খনন করে শতাধিক ভূমি দস্যু চক্র মাছ চাষ করে আসছে। যেখানে প্রতিনিয়তই ঘটছে নানা অপ্রীতিকর ঘটনা।
ih