নৌকা দিয়ে জমি থেকে বালিমাটি উত্তোলনের দায়ে নৌকা সহ আটক সাতজন।

আহসানুজ্জামা সোহেল, বি-বাড়ীয়া।।

ব্রাহ্মনবাড়িয়ার সরাইল উপজেলার আজবপুর থেকে অবৈধপন্হায় নৌকা দিয়ে নিচু জমি থেকে বালিমাটি উত্তোলনের সময় অভিযান পরিচালনা করে নৌকাসহ আটক সাতজনকে তিনমাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে সরাইল থানার চৌকুস পুলিশ কর্মকর্তা এসআই কবির হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সকে কে সাথে নিয়ে উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) কর্মকর্তা একই উপজেলার আজবপুরে অভিযান পরিচালনা করেন।

এসময় জমি থেকে অবৈধভাবে নৌকা দিয়ে বালিমাটি উত্তলনের সময় ৭জন কে আটক করেন,

সরাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শারমিন বেগম উল্লেখিত অপরাধের দায়ে তিন মাস করে কারাদণ্ড প্রদান করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন।

দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন, এলাকার চুন্টা গ্রামের আব্দুল হাসিম এর পুত্র নাসির উদ্দিন (৩৪) , কাশিম মিয়ার পুত্র
আসিদ (৩০), জজ মিয়ার পুত্র সবুজ (২৪), লোপাড়া গ্রামের আব্দুল সাত্তার এর ছেলে আব্দুল নূর (৩৭),আজিজুল হক এর ছেলে বাহার, কালিশিমুল গ্রামের, আব্দুল জলিল এর ছেলে কবির মিয়া (৩৩), কুলিয়ারচর গ্রামের লিবাছ আলীর ছেলে লিটন মিয়া (৩৩)

jn

আরো দেখুনঃ