মোল্লাহাটে দ্বিতীয় দফার হরতালে জনজীবনে চরম দুর্ভোগ।

মোহাম্মাদ আলী মোহন, বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় দ্বিতীয় পর্যায়ের ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনেই সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে উপজেলাজুড়ে পরিবহন চলাচল বন্ধ থাকায় জনজীবন স্থবির হয়ে পড়ে। দুরপাল্লার পরিবহন ও মালবাহী ট্রাক হরতালের বাঁধার সম্মুখীন হয়। এতে উপজেলার দুপাশের প্রবেশদ্বার থেকে শুরু করে ঢাকা মাওয়া সড়কে মোল্লাহাট অংশের প্রায় ২০ কিলোমিটারে বিশাল যানজটের সৃষ্টি হয়। দিনের প্রথম ভাগে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও ঢাকা খুলনা গামী যাত্রীরা পড়েছেন মারাত্মক দুর্ভোগে।

আন্তঃজেলা ও দূরপাল্লার বাস, ট্রাকসহ ভারী যানবাহন বন্ধ থাকায় খুলনা, বরিশাল,গোপালগঞ্জ, ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াত বন্ধ হয়ে যায়। অল্প কিছু অটোভ্যান ও ইজিবাইকে অতিরিক্ত ভাড়া দিয়ে মানুষকে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে।
উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিকের চেয়ে উপস্থিতি অনেক কম লক্ষ্য করা গেছে। অভিভাবকরা সন্তানদের স্কুলে পাঠাননি নিরাপত্তার কারণে। একজন কলেজ শিক্ষার্থী বলেন, “আমাদের পরীক্ষা আসন্ন, কিন্তু এভাবে ক্লাস মিস হলে বড় ক্ষতি হবে।”

অপ্রীতিকর ঘটনা এড়াতে যৌথবাহিনীর টহল জোরদার করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।

জনজীবন অচল হয়ে যাওয়ায় মানুষজন চরম আতঙ্কে রয়েছে। সর্বদলীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষের জোর দাবি, ইসির করা গেজেট বাতিল করে অনতিবিলম্বে বাগেরহাটের ৪টা আসন পুনর্বহাল করা হোক

jn

আরো দেখুনঃ