কুমিল্লা সদর দক্ষিণে মহাসড়কের পাশে অজ্ঞাত লাশ উদ্ধার
নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মোস্তাফাপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে মোস্তাফাপুর আবদুল আলী পাম্পের পাশে একটি ঝোপঝাড়ের মধ্যে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
সদর দক্ষিণ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। তার পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে, যা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সেলিম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছি। এটি একটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছি। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।”
তিনি আরও জানান, এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো পক্ষ মামলা দায়ের করেনি। তবে দ্রুত সময়ের মধ্যে পরিচয় শনাক্তসহ ঘটনার পেছনের কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।
এদিকে, মহাসড়কের পাশে এমন লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই অভিযোগ করছেন, রাতের বেলা এই এলাকায় নিরাপত্তার অভাব দীর্ঘদিন ধরেই লক্ষ্য করা যাচ্ছে
jn