জাবি শিক্ষকের মৃত্যুতে জামায়াত আমির ও শিবির সভাপতির শোক

অনলাইন ডেস্ক।।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভোট গণনাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপিকা জান্নাতুল ফেরদৌস মৌমিতার আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে আলাদা আলাদাভাবে দেয়া স্ট্যাটাসে তারা এই শোক প্রকাশ করেন।

জামায়াত আমির বলেন, আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

এছাড়াও তিনি মরহুমের জন্য দোয়া করে বলেন, আল্লাহ রাব্বুল আলামীন তাকে ক্ষমা করুন এবং জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। তার পরিবার, সহকর্মী, প্রিয়জন ও আপনজনকে আল্লাহ তা’য়ালা ধৈর্য ধরার তাওফিক দান করুন।

শিবিরের সভাপতি বলেন, মহান আল্লাহ উনাকে ক্ষমা করুন। জান্নাত নসিব করুন। পরিবর-পরিজন, সহকর্মী, শিক্ষার্থীসহ সবাইকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।

উল্লেখ্য, জাকসু নির্বাচনে প্রীতিলতা হলের পোলিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন জান্নাতুল ফেরদৌস নামের ওই শিক্ষক। সকালে ভোট গণনা সংক্রান্ত কার্যক্রমে অংশ নিতে তিনি এলে দরজার সামনে লুটিয়ে পড়েন। এরপর তাৎক্ষণিকভাবে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় শুরু হয় জাকসু ও হল সংসদের ভোটগ্রহণ। ভোট গ্রহণের ৫ ঘণ্টা পর ভোট গণনা শুরু হয়। এই কার্যক্রম দেখানো হচ্ছে এলইডি স্ক্রিনে। যন্ত্র বাদ দিয়ে প্রথাগত পদ্ধতিতে হাতে গোনা হচ্ছে ব্যালট।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৭৫৯ জন। কেন্দ্রীয় সংসদ নির্বাচনে ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ৯ জন এবং জিএস পদে ৮ জন রয়েছেন। এছাড়া, এজিএস পদে ৬ জন নারী ও ১০ জন পুরুষ প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

সূত্রঃ jamunatv
আই/অননিউজ২৪।।

আরো দেখুনঃ