বাগমারায় বিলের লিজ গ্রহীতার কাছে চাঁদাদাবীর অভিযোগে সংবাদ সম্মেলন
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

বাগমারায় বখাটেদের বিরুদ্ধে গাওড়া বিলের লীজ গ্রহিতার কাছে ২৭ লাখ টাকা চাঁদা দাবীর অভিযোগ উঠেছে। শ্রীপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি রহিদুল ইসলাম রোববার বিকেলে বাগমারা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, শ্রীপুর ইউনিয়নের চাঁইপাড়া মৌজায় গাওড়া বিলে মাছ চাষের জন্য তিনি দুই বছরের জন্য লীজ নিয়েছেন। বিলের জমি মালিকদের কাছ থেকে বিঘা প্রতি চল্লিশ হাজার টাকা করে দিয়ে লিজ গ্রহন করা হয়। এছাড়াও চাঁইপাড়া উচ্চ বিদ্যালয়ের নামে জমি থাকায় বিদ্যালয়ের অংশে মোট তিন লক্ষ টাকা প্রদানের চুক্তি হয়। নিয়ম মেনেই বৈধভাবেই তিনি বিলে মাছ চাষ আরম্ভ করেন। কিন্ত ওই বিলে মাছ চাষে বাধাগ্রস্ত করছেন বাগমারা উপজেলার শেষ অংশ চাঁইপাড়া গ্রামের পার্শ্ববর্তী দূর্গাপুর উপজেলার গোপালপুর গ্রামের বখাটে আনোয়ার হোসেন রকেট এর নেতৃত্বে কাফি, লিটন, জনি ও মাসুদসহ অজ্ঞাত কতিপয় যুবক। তারা দাবি করেছেন টাকা চাঁদা। চাঁদার টাকা না পাওয়াই কারা বিলের বাঁধ কেটে দিচ্ছে, জোর পূর্বক মাছ ধরে নিচ্ছে। চাঁদা না দিলে রহিদুল ইসলামকে ওই বিলে মাছ চাষ করতে দেওয়া হবে না মর্মে তারা প্রকাশ্যে হুমকি দিচ্ছে বলেও সম্মান সম্মেলনে দাবি করা হয়।
এদিকে এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আনোয়ার হোসেন রকেট বলেন, ওই বিলে তার জমি রয়েছে। এ কারণে তিনি তার জমির টাকা চেয়েছেন।
jn