সোনাগাজীতে কন্যা ধর্ষণের অভিযোগে পিতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে নিজ কন্যা ধর্ষণের অভিযোগে জামাল উদ্দিন (৩৫) নামে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের মৃত সাইদুল হকের ছেলে। পুলিশ জানায়, জামাল তার ১৭ বছর বয়সী কন্যাকে দীর্ঘ এক বছর যাবত বিভিন্ন সময় ধরে ধর্ষণ করে আসছে।৷ সর্বশেষ গত ১১ সেপ্টেম্বর রাতে পূর্বের ন্যায় ভিকটিমকে ধর্ষন করার চেষ্টা করেন। ভিকটিম তার মাকে বিষয়টি জানালে স্থানীয়রা শনিবার রাতে নবাবপুর ইউনিয়নের ভোরবাজার সংলগ্ন একটি বাড়ি থেকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজীদ আকন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামিকে কারাগারে পাঠানো হয়েছ এবং ভিকটিমের শারীরিক পরীক্ষা করা হয়েছে।
jn