প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী,প্রধান ফয়েজ আহমদ তৈয়্যব আজ কুমিল্লা জেলার উন্নয়ন সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।

কুমিল্লা প্রতিনিধি

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী,প্রধান ফয়েজ আহমদ তৈয়্যব আজ কুমিল্লা জেলার উন্নয়ন সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন । এসময় তিনি জেলার কর্মরত বিভিন্ন সরকারী কর্মকর্তাদের জেলার সার্বিক উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন ।
বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
কুমিল্লা জেলা প্রশাসক মো: আমিরুল কায়সার সভার সভাপতিত্ব করেন । কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক সরকারের যুগ্ম-সচিব মো: শাহ আলম, আইসিটি বিভাগের যুগ্ম-সচিব মোহাম্মদ সাইফুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার, জেলার ১৭টি উপজেলার নির্বাহী অফিসার, জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন।
সভায় জেলার বিভিন্ন দপ্তরের চলমান উন্নয়ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও চ্যালেঞ্জ সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দ্রুত চলমান কাজগুলো শেষ করার তাগিদ দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
পরে বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় ‘‘ডাটা গভার্ণনেন্স এবং ইন্টারঅপারেবিলিটি বিষয়ক সেশন পরিচালনা’ বিষয়ক অনুষ্ঠানে এবং বার্ড-এর ময়নামতি মিলনায়তনে কুমিল্লা জেলার কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এর সমাপনী এবং সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
ফয়েজ আহমদ তৈয়্যব ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী।

jn

আরো দেখুনঃ