এবি পার্টিতে যোগদানের ৫ বছর পর আবার জামায়াতে ফিরলেন ৪০ জন নেতা–কর্মী

অনলাইন ডেস্ক।।

দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করে আমার বাংলাদেশ (এবি) পার্টিতে যোগ দেওয়া ৪০ জন নেতা–কর্মী আবারও জামায়াতে ফিরেছেন। এদের নেতৃত্বে ছিলেন জামায়াতের সাবেক নেতা মেহেদী হাসান চৌধুরী।

gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টায় বিরামপুর শহরের ধানহাটি মোড়ে জামায়াত কার্যালয়ে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে তাঁরা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতের বিরামপুর উপজেলা শাখার আমির হাফিজুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য ও দিনাজপুর জেলা আমির আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা ও পৌর পর্যায়ের একাধিক শীর্ষ নেতা।

এ সময় বিরামপুর উপজেলা ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য আরাফাত আল আবীর-ও জামায়াতে যোগ দেন।

মেহেদী হাসান চৌধুরী একসময় জামায়াতের সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিরামপুর শাখার সভাপতি ছিলেন। ২০২০ সালে দলত্যাগ করে এবি পার্টিতে যোগ দিয়ে পরবর্তীতে কেন্দ্রীয় সম্পাদকীয় সদস্য ও জেলা সেক্রেটারির দায়িত্ব পালন করেন। তবে গত বুধবার তিনি এবি পার্টি থেকে পদত্যাগ করেন।

যোগদান অনুষ্ঠানে মেহেদী হাসান বলেন, ‘২০২০ সালে কিছু নেতার অবমূল্যায়নের কারণে আমি জামায়াত ছেড়ে এবি পার্টিতে যোগ দিই। কিন্তু সেখানে প্রতিশ্রুত চেতনার প্রতিফলন পাইনি। বর্তমানে জামায়াতের আদর্শ ও কার্যক্রমে আমি অনুপ্রাণিত। তাই আবারও জামায়াতে ফিরলাম।’

সূত্র:ittefaq
ই/অননিউজ ২৪

আরো দেখুনঃ