মোল্লাহাটের ৪ জন শিক্ষার্থী পেল কাব স্কাউট এর সর্বোচ্চ অ্যাওয়ার্ড।
মোহাম্মাদ আলী মোহন, বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে বাংলাদেশ স্কাউটস এর কাব স্কাউটদের সর্বোচ্চ অ্যাওয়ার্ড “শাপলা কাব অ্যাওয়ার্ড” অর্জন করেছে চারজন কৃতি শিক্ষার্থী। এরা চারজনই মোল্লাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কাব স্কাউট গ্রুপ এর কাব শিশু।
গত ১৮ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে বাংলাদেশ স্কাউটস এর পরিচালক (প্রোগ্রাম) মোসাঃ মাহফুজা পারভীন এর স্বাক্ষরিত জাতীয় পর্যায়ে শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্তদের তালিকা থেকে তথ্যটি নিশ্চিত হওয়া গেছে। মোল্লাহাট উপজেলায় প্রথমবারের মতো শাপলা কাব অ্যাওয়ার্ড পাওয়ায় সরকারি/বেসরকারি ও ব্যক্তিগত পর্যায় থেকে অ্যাওয়ার্ড প্রাপ্তদের অভিনন্দন জানানো হয়েছে। উল্লেখ্য এবছরের ৮ মার্চ জাতীয় পর্যায়ে শাপলা কাব অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় লিখিত, ব্যবহারিক ও সাঁতার মূল্যায়নে বিজয়ীদের জাতীয় স্কাউটের কাব পর্যায়ের সর্বোচ্চ এ সম্মান প্রদান করা হয়। মোল্লাহাট উপজেলার চারজন বিজয়ী হলো ১। অর্জয়িতা বিশ্বাস, পিতা: অজয় কুমার বিশ্বাস,
মাতা: স্বর্ণলতা চৌধুরী, ২। শরন সরকার জিকো, পিতা: বনস্পতি সরকার, মাতা: শিপ্রা বালা, ৩। সিনহা তাসনিম ছোয়া, পিতা: শেখ সফিউল্লাহ, মাতা: শাহানাজ ইয়াসমিন (পলি), ৪। ঈশান কুমার ঢালী, পিতা: গৌতম ঢালী, মাতা: বিউটি রানী
jn