কুমিল্লায় সিসিএন পলিটেকনিকে ডিপ্লোমা গ্র্যাজুয়েশন ফেস্ট ও উদ্যোক্তা সম্মাননা প্রদান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

দেশের খ্যাতনামা কারিগির শিক্ষা প্রতিষ্ঠান কুমিল্লার সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউট এর ২৫ বছর পূর্তি উপলক্ষে ডিপ্লোমা গ্র্যাজুয়েশন ফেস্ট ও উদ্যোক্তা সম্মাননা প্রদান করা হয়েছে।
শনিবার কুমিল্লার কোটবাড়ি এলাকার চৌধুরী এস্টেটে অবস্থিত প্রতিষ্ঠানটির নান্দনিক ক্যাম্পাসে অত্যন্ত আনন্দঘন পরিবেশে ওই গ্রেজুয়েশন ফেস্ট অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম। গ্র্যাজুয়েশন ফেস্ট স্পিকারের বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. সানোয়ার জাহান ভূইয়া। গেস্ট অব অনারের বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক সচিব মোঃ তাজুল ইসলাম।

সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মোঃ তারিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ রুহুল আমিন, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আলী রাজিব মাহমুদ মিঠুন, বাংলাদেশ বেসরকারি পলিটেকনিক উদ্যোক্তা সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. ইদরীস আলী, আই.ডি.ইবি-এর অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন, কারিগরি শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক পরিচালক উপসচিব কাজী ফারুক আহমেদ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম চৌধুরী। গ্র্যাজুয়েটদের পক্ষ থেকে বক্তব্য রাখেন অদিতি দত্ত, লোকমান হবীব সরকার ও জুলহাস মিয়া প্রমুখ। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রকৌশলী অধ্যাপক ড. মোঃ শাহজাহান। আরো উপস্থিত ছিলেন সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউট এর রেজিস্ট্রার ইফতেখারুল ইসলাম চৌধুরী সিয়াম প্রমুখ।

jn

আরো দেখুনঃ