কুড়িগ্রামে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে জামায়াতের নির্বাচন গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

শাহীন আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি।

কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন জামায়াতের নেতাকর্মীরা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গ্রামের প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী গণসংযোগ করেন। এ সময় বাড়িতে থাকা লোকজনদের মাঝে লিফলেট বিতরণ ও দাঁড়িপাল্লা মার্কায় ভোট চান নেতাকর্মীরা।
সোমবার সকাল থেকে নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্তঘেষা খলিশাকোঠাল গ্রামে নির্বাচনী গণসংযোগ যোগ দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ২৬ -কুড়িগ্রাম-২ আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট আইনজীবী, সমাজসেবক এবং রাজনীতিবিদ অ্যাডভোকেট মো: ইয়াছিন আলী সরকার।
তিনি জেলা জামায়াতের সুরা সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, নাওডাঙ্গা ইউনিয়ন জামায়াতের সভাপতি সামচুল হুদা বাবুল মাষ্টার, সাধারণ সম্পাদক হাফেজ মো: জাহিদুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের টিম সদস্য হাফেজ আয়নুল ইসলামসহ অর্ধশতাধিক নেতাকর্মী খলিশাকোঠাল ও গজেরকুটি গ্রামের প্রত্যেকটি বাড়িতে গিয়ে নির্বাচনী গণসংযোগ করে লিফলেট বিতরণ করেন এবং দাঁড়িপাল্লা মার্কায় ভোট চান।

এরপর ওই এলাকার বাদশা বাজারে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন নাওডাঙ্গা ইউনিয়ন জামায়াতের সভাপতি সামছুল হুদা বাবুল মাষ্টার, কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য এবং কুড়িগ্রাম জেলার সভাপতি ২৬ -কুড়িগ্রাম-২ আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মো: ইয়াছিন আলী সরকার।
অ্যাডভোকেট মো: ইয়াছিন আলী সরকার বক্তব্যে বলেন, দুর্নীতি, স্বজনপ্রীতি, হয়রানি ও চাঁদাবাজমুক্ত ন্যায় ও ইনসাফভিত্তিক বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেয়ার আহবান জানান। গত ৫৩ বছরও আপনাদের এলাকায় কোন ধরণের উন্নয়ন হয়নি। আপনারা একটা বারের জন্য হলেও দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলকে জনগণের সেবা করার সুযোগ দেন।

JN

আরো দেখুনঃ