ফ্লোটিলা থেকে পাকিস্তানের জামায়াত নেতা মুশতাক আটক
অনলাইন ডেস্ক।।

ফিলিস্তিনের গাজা অভিমুখী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটকদের মধ্যে পাকিস্তানের সাবেক সিনেটর মুস্তাক আহমদ খানও রয়েছেন। তিনি পাকিস্তানের জামায়াত-ই-ইসলামীর (জেআই) সিনেটর ছিলেন। আজ বৃহস্পতিবার মুস্তাক আহমদকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক করে ইসরায়েলি বাহিনী।
‘পাক-ফিলিস্তিন ফোরাম’ নামের একটি অধিকার সংগঠনের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এসব তথ্য জানিয়েছে।
এদিকে, নৌবহরে অংশ নেওয়া ব্যক্তিদের আটক করার ঘটনাকে ‘নৃশংস হামলা’ হিসেবে আখ্যা দিয়েছে পাকিস্তানসহ আরও কয়েকটি দেশ। তারা আটকদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে।
ফ্লোটিলার আয়োজকরা জানান, গতকাল গভীর রাতে ইসরায়েলি বাহিনী তাদের নৌবহরটি আটকাতে শুরু করে। এখন পর্যন্ত তারা বিদেশি কর্মী বহনকারী ৩৯টি নৌকা আটক করেছে। গাজার দিকে এখনও কেবল একটি জাহাজ অগ্রসর হচ্ছে বলে ফ্লোটিলার আয়োজকরা আজ জানিয়েছেন।
৪৫টি জাহাজ নিয়ে গঠিত এই নৌবহরটি গত মাসে স্পেন থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। এতে সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গসহ বিশ্বের বিভিন্ন দেশের অ্যাক্টিভিস্ট ও রাজনীতিবিদরা ছিলেন। এই ফ্লোটিলায় সাবেক পাকিস্তানি সিনেটর মুশতাক আহমদ খানও ছিলেন। গাজায় জাতিসংঘের পক্ষ থেকে দুর্ভিক্ষের আশঙ্কার কথা জানানো হয়েছে।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় হামলার কয়েক ঘণ্টা পর এক্সে এক পোস্ট করে জানায়, ফ্লোটিলায় থাকা সবাই নিরাপদে আছেন এবং তাদের ইউরোপে ফেরত পাঠানো হবে।
পোস্টে বলা হয়, ‘হামাস-সুমুদ উস্কানি শেষ। হামাস-সুমুদ উস্কানির কোনো নৌকাই সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ করতে বা আইনসম্মত নৌ অবরোধ ভাঙতে সফল হয়নি। সকল যাত্রী নিরাপদ ও সুস্থ আছেন। তাদের নিরাপদে ইসরায়েলে নিয়ে আসা হচ্ছে, যেখান থেকে তাদের ইউরোপে ফেরত পাঠানো হবে।’
ইসরায়েলের এই পদক্ষেপের পর বিশ্বজুড়ে তীব্র নিন্দা শুরু হয়। বৃহস্পতিবার ভোরের দিকে এক এক্স পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসরায়েলি বাহিনীর এই ‘কাপুরুষোচিত হামলার’ তীব্র নিন্দা জানান।
তিনি বলেন, ‘পাকিস্তান ৪০টি জাহাজ নিয়ে গঠিত সামুদ গাজা ফ্লোটিলায় ইসরায়েলি বাহিনীর কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানায়, যেখানে ৪৪টি দেশের ৪৫০ জনেরও বেশি মানবিক কর্মী ছিলেন। আমরা আশা করি এবং প্রার্থনা করি যে ইসরায়েলি বাহিনীর হাতে অবৈধভাবে আটক হওয়া সকলের নিরাপত্তা নিশ্চিত হবে এবং আমরা তাদের অবিলম্বে মুক্তির দাবি জানাই।’
পরে অন্য একটি পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী ফ্লোটিলায় থাকা সাবেক জামায়াত-ই-ইসলামী (জেআই) সিনেটর মুশতাক আহমদসহ অন্যান্য পাকিস্তানিদের উপস্থিতির প্রশংসা করেন। তিনি বলেন, তাদের এই উদ্যোগ মানবতার নীতি অনুসারে মহান ত্রাণ মিশনে অংশ নিয়েছে এবং এটি পাকিস্তানিদের শান্তিপ্রিয় আকাঙ্ক্ষা, ন্যায়বিচারের সংগ্রাম ও অভাবগ্রস্তদের সাহায্য করার চেতনা প্রতিফলিত করে।
সূত্রঃ independent tv
আই/অননিউজ২৪।।