নড়াইলে বিশ্ব শিক্ষক দিবসে র্যালি ও আলোচনা সভা
নড়াইল প্রতিনিধি

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে নড়াইলে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ অক্টোবর) সকাল ১০টায় নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসুচি পালিত হয়।
“শিক্ষক সম্মান ও ডিজিটাল যুগের শিক্ষা উন্নয়ন’’ এ প্রতিপাদ্যকে ধারণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্রালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহসান মাহমুদ রাসেল, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রশীদ, সাধারণ সম্পাদক বরীন্দ্রনাথ মন্ডল প্রমুখ।
বক্তারা বলেন, একজন শিক্ষক পথপ্রদর্শক, দিকনির্দেশক ও সমাজ পরিবর্তনের কারিগর। একজন শিক্ষক তাঁর জ্ঞান, নৈতিকতা ও মূল্যবোধের মাধ্যমে একটি প্রজন্মকে গড়ে তোলেন। শিক্ষার্থীদের জীবনের দর্শন, মানবিকতা ও দায়িত্ববোধ শেখান। শিক্ষকের অবদানই একটি জাতিকে শক্তিশালী, জ্ঞানসমৃদ্ধ ও উন্নত পথে এগিয়ে নিয়ে যায়।
বক্তারা আরো বলেন, আজকের দিনে প্রযুক্তির দ্রুত পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ই-লার্নিং এবং বৈশ্বিক সংকটের সময়েও শিক্ষকরা জ্ঞানের আলো জ্বালিয়ে যাচ্ছেন। তাই বিশ্ব শিক্ষক দিবস শুধু একটি আনুষ্ঠানিক দিন নয়, বরং শিক্ষকদের অবদানের স্বীকৃতি ও তাদের মর্যাদা রক্ষার অঙ্গীকারের দিন।
শিক্ষক নেতারা বক্তব্যে শিক্ষকদের মানবেতর জীবন যাপনের দিক বিবেচনা করে মাধ্যমিক শিক্ষাখাতকে জাতীয়করণের দাবি জানান।
অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
jn