সোনাগাজীতে আসামি ধরতে গিয়ে পুলিশর ওপর হামলা, লুন্ঠিত অস্ত্র উদ্ধার, গ্রেফতার -১

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি, ০৭অক্টোবর

ফেনীর সোনাগাজী আমিরাবাদ ইউনিয়নে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এ সময় পুলিশের কাছে থাকা একটি শর্টগান ও ওয়াকি-টকি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে এবং মঙ্গলবার ৭ অক্টোবর সকাল সাড়ে নয়টায় লুন্ঠিত অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। এসময় জাহিদুল ইসলাম রিপন নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আহম্মদ গ্রামে গতকাল ৬ অক্টোবর সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন- এএসআই সাইদুল ও মোফাজ্জল, কনস্টেবল হৃদয় ও কাঞ্চন মিয়া।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত আড়াইটার দিকে ওয়ারেন্টভুক্ত আসামি জাহেদুল ইসলাম রিপন ও রফিকুল ইসলাম আরিফকে ধরতে ওই এলাকায় গেলে আসামিদের স্বজনেরা দা, ছুরি ও কুড়াল নিয়ে পুলিশকে ঘেরাও করে। এ সময় তাদের কাছে থাকা একটি শর্টগান ও ওয়াকিটকি ছিনিয়ে নেয় তারা। পরে সোনাগাজী মডেল থানার ও ডিবি পুলিশ গিয়ে এলাকাটিকে ঘিরে রাতভর অভিযান পরিচালনা করে। সকালে রিপন নামের এক যুবককে আটক করে এবং ছিনতাই হওয়া ওয়াকি-টকি ও শটগান উদ্ধার করা হয়। সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত রিপনের বিরুদ্ধে ইতিপূর্বে ডাকাতি, অস্ত্র আইনের মামলা সহ মোট ৯টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। অপরাপর পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টায় অভিযান অব্যাহত আছে।

jn

আরো দেখুনঃ