বাগমারায় অর্ধশতাধিক সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের বিএনপিতে যোগদান
আবু বাককার সুজন, বাগমারা প্রতিনিধি :

ধর্ম যার যার, রাষ্ট্র সবার এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রধান শিক্ষক ডিএম জিয়াউর রহমান জিয়ার নেতৃত্বে অর্ধশতাধিক সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ বিএনপিতে যোগদান করেছেন। মঙ্গলবার বেলা দুই’টায় বাগমারা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ডিএম জিয়ার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দরা বিএনপিতে যোগদান করেন। এ সময় বিএনপির পক্ষ থেকেও যোগদানকরা নেতৃবৃন্দদের হাতে ফুলের স্টিক তুলে দিয়ে তাদের বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে যোগদানকরা নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন- বাগমারা উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি শম্ভুনাথ প্রামানিক, বাগমারা উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি বিধান চন্দ্র প্রামানিক, সাধারণ সম্পাদক সুব্রত কুমার বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথ সরকার, অধ্যাপক মনোরঞ্জন সরকার, প্রধান শিক্ষক (অব:) শম্ভুনাথ সরকার ও শ্রী স্বপন কুমার প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যাপক শামসুজ্জোহা বাদশা, বাগমারা উপজেলা তাঁতীদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, হামিরকুৎসা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল শাহ, মাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসলাম হোসাইন ও ভবানীগঞ্জ পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীনসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
jn