বাগমারায় টুটুলের পক্ষে মহিলা দলের ব্যতিক্রমী প্রচারনায় আলোড়ন সৃষ্টি

বাগমারা থেকে আবু বাককার সুজন:

আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪, বাগমারা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম টুটুলের পক্ষে দুটি পৌরসভা ও দুটি ইউনিয়নে একযোগে ব্যতিক্রমী প্রচার মিছিল, লিফলেট বিতরণ ও উঠান বৈঠক করে আলোড়ন সৃষ্টি করেছেন মহিলা দল ও যুব মহিলা দল নেতৃবৃন্দরা। শুক্রবার বিকেলে উপজেলা সদর ভবানীগঞ্জ ও তাহেরপুর পৌরসভার বিভিন্ন মহল্লায় এবং গোয়ালকান্দি ও দ্বীপপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রায় চার হাজার মহিলা দল ও যুব মহিলা দলের নেতৃবৃন্দরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট ও টুটুলের ছবি সম্বলিত পোস্টার হাতে নিয়ে একযোগে এই কর্মসূচী পালন করেন। এ সময় এলাকার সাধারণ ভোটারসহ শত শত নারী ও শিশুরা রাস্তার দু’পাশে দাঁড়িয়ে এই দৃশ্য উপভোগ করেন এবং হাত তুলে তাদের স্বাগত জানান। রেজাউল করিম টুটুলের পক্ষে মহিলা দল ও যুব মহিলা দলের একযোগে এই ব্যতিক্রমী প্রচারনায় বাগমারায় একদিকে যেমন ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে, অন্যদিকে সাধারণ ভোটারদের মাঝেও ভোট নিয়ে ব্যাপক সাড়া পড়েছে। প্রচার মিছিল ও লিফলেট বিতরণকালে ভবানীগঞ্জ ঋষিপাড়ায় আয়োজিত একটি উঠান বৈঠকে বক্তব্য দেন ভবানীগঞ্জ পৌর মহিলা দলের সভাপতি শাহিনা আক্তার ডলি। এছাড়া দ্বীপপুর ইউনিয়নের লাউবাড়িয়া মাঠে অনুষ্ঠিত পৃথক উঠান বৈঠকে বক্তব্য দেন বাগমারা উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুপালী আক্তার রুপাসহ মহিলা দল ও যুব মহিলা দলের নেতৃবৃন্দরা। অপরদিকে বড়বিহানালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় রেজাউল করিম টুটুলের পক্ষে পৃথকভাবে গণসংযোগ, লিফলেট বিতরণ ও উঠান বৈঠক করেছেন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতৃবৃন্দরা। গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে সন্ধায় বাঘাবাড়ি বাজারের তিন মাথার মোড়ে পথসভায় বক্তব্য দেন- ভবানীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আব্দুল মালেক মানিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান টিপু, উপজেলা শ্রমিক দলের আহবায়ক মাসুদুর রহমান, ভবানীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডিএম শাহীন, ভবানীগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জহুরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মহব্বত হোসেন, সদস্য সচিব উজ্জল রহমান ও যুগ্ন আহবায়ক নাজমুল হোসেন প্রমূখ।

আরো দেখুনঃ