নওগাঁর নিয়ামতপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ পালিত
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:

“সমন্বিত উদ্যােগ, প্রতিরোধ করি দুর্যোগ’” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ পালিত হয়েছে।
রবিবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোরশেদা খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রানীসম্পদ কর্মকর্তা আব্দুল লতিফ,উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, সমবায় কর্মকর্তা রেজাউল করিম, সমাজ সেবা কর্মকর্তা সাদিকুর রহমান, ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাহাদাৎ হোসেনসহ বিভিন্ন দপ্তর প্রধান, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, সুশীল সমাজের নেতাকর্মী, স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, অভিভাবক উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বর্তমান সরকার দুর্যোগ ব্যবস্থাপনাকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনসম্পৃক্ত করতে নানা পদক্ষেপ নিয়েছে। দুর্যোগের সময় সচেতনতা, প্রস্তুতি ও পারস্পরিক সহযোগিতাই ক্ষয়ক্ষতি কমানোর মূল উপায়।
jn