ছোট ফেনী নদীতে মুছাপুর রেগুলেটর নির্মাণের দাবিতে ডিসিকে স্মারক লিপি
জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজী ও নোয়াখালীর কোম্পানীগঞ্জের মোহনায় ছোট ফেনী নদীর ওপর মুছাপুর রেগুলেটর নির্মাণের দাবিতে চট্টগ্রামস্থ সোনাগাজী সমিতি ফেনী জেলা প্রশাসক কে স্মারকলিপি প্রদান করেছেন।
মঙ্গলবার (১৪অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক সাইফুল ইসলামের হাতে এ স্মারক লিপি তুলে দেওয়া হয়। এসময় চট্টগ্রামস্থ সোনাগাজী সমিতির সিনিয়র সহসভাপতি সাইফুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রবিউল হক শিমুল ও সাংগঠনিক সম্পাদক নুরুল আফছার তৌহিদ প্রমূখ।
উল্লেখ্য; ২০২৪ সালের ২৬ জুন ভারতের ছেড়ে দেওয়া বন্যার পানির প্রবল চাপে মুছাপুর রেগুলেটরটি নদীতে বিলীণ হয়ে যায়। এতে ফেনী জেলার সোনাগাজী, দাগনভুঞা ও নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার হাজারো মানুষের ঘর-বাড়ি, সড়ক, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মন্দির, পুল কালভার্ট ভাঙনের কবলে পড়ে নদীতে হারিয়ে যায়। এছাড়াও কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর, চরহাজারী, চরপার্বতী ,সোনাগাজী উপজেলার চরচান্দিয়া, চরদরবেশ, চরমজলিশপুর , নবাবপুর ও দাগনভূঞা উপজেলার কয়েকটি ইউনিয়নের বিস্তির্ণ জনপদ অব্যাহত নদীতে ভাঙছে। দ্রুত রেগুলেটরটি নির্মাণ করা না হলে দুটি জেলার বৃহৎ এলাকা নদীতে তলিয়ে যাবে।
jn