২০ কোটি টাকার জাল নোট উদ্ধার, বিক্রি হতো অনলাইনে!

অনলাইন ডেস্ক।।

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকা থেকে আনুমানিক ২০ কোটি টাকা মূল্যমানের বিভিন্ন দেশের জাল মুদ্রাসহ চক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে র‍্যাব ৭-এর একটি অভিযানিক দল চান্দগাঁও থানাধীন নুরনগর হাউজিং সোসাইটির সুলতান টাওয়ারের ৩য় তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন: চট্টগ্রামের চকরিয়া উপজেলার বিলছড়ি গ্রামের মো. তাজ উদ্দিনের ছেলে মো. তানবিজ উদ্দিন (২০) এবং চন্দনাইশ উপজেলার বর্মা গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে মো. আসিফ (২২)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে নুরনগর হাউজিং সোসাইটির সুলতান টাওয়ারের একটি বাসায় বিভিন্ন দেশের জাল মুদ্রা মজুদ আছে। পরে সেখানে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা ইউরো, সৌদি রিয়াল, সংযুক্ত আরব আমিরাত দিরহাম, ইউএস ডলার, মিয়ানমার কিয়াট এবং বাংলাদেশি বিভিন্ন মানের বিপুল পরিমাণ জাল মুদ্রা জব্দ করা হয়, যার বাংলাদেশি মুদ্রামান আনুমানিক ২০ কোটি টাকা।

এ বিষয়ে র‌্যাব ৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সরকার কাউকেই টাকা ছাপানোর অনুমতি দেয়নি। এখানে আমরা সত্যিকারের জাল নোট পেয়েছি, যেগুলো অনলাইনের মাধ্যমে কেনাবেচা করা হতো।

র‌্যাবের এ কর্মকর্তা আরও জানান, আটক ব্যক্তিদের আইনগত প্রক্রিয়ায় চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন। জাল মুদ্রা কারবারের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। আরও কেউ জড়িত থাকলে আইনের আওতায় আনা হবে।

সূত্রঃ somoy
আই/অননিউজ২৪।।

আরো দেখুনঃ