সোনারগাঁয়ে ট্যুরিস্ট পুলিশের হেল্প ডেস্ক ও ডেঙ্গু নিধন আলোচনা সভা
সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পানাম নগরে ট্যুরিস্ট পুলিশের হেল্প ডেস্ক উদ্বোধন ও ডেঙ্গু নিধন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে স্থানীয় রয়্যাল রিসোর্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিসমিল্লাহ এন এম জুলফিকার ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু নিধন আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সাখাওয়াত হোসাইন।
বিসমিল্লাহ এন এম জুলফিকার ফাউন্ডেশনের
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাদিরা আক্তার নীরার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ট্যুরিস্ট পুলিশের ঢাকা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বশিরউদ্দিন, নারায়ণগঞ্জ জোনের ইনচার্জ পরিদর্শক দেলোয়ার হোসেন, বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান
ইঞ্জিনিয়ার মোক্তার হোসেন, সাংবাদিক আল-আমিন তুষার, আবুবকর সিদ্দিক, মোক্তার হোসেন মোল্লা, হাসান মাহমুদ রিপন, শাহাদাত হোসেন রতন, রবিউল হুসাইন, মাজহারুল ইসলাম, মশিউর রহমান।
এসময় বক্তারা বলেন, পানাম নগর বাংলাদেশের ঐতিহ্যের অংশ। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা ও পরিবেশবান্ধব পরিবেশ গড়ে তোলার মাধ্যমে এ ঐতিহ্য সংরক্ষণে ট্যুরিস্ট পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সোনারগাঁকে পরিচ্ছন্ন ও নিরাপদ রাখা সম্ভব।
আলোচনা সভার আগে অতিথিরা পানাম নগরীতে হেল্প ডেস্ক উদ্বোধন করেন।