সোনারগাঁয়ে প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে রক্তাক্ত জখম থানায় অভিযোগ
সোনারগাঁও( নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রবাসীর স্ত্রীকে এলোপাথারি ভাবে পিটিয়ে রক্তাক্ত যখম করার অভিযোগ উঠেছে প্রবাসীর ছোট ভাই আহম্মদ ও তার বোনদের বিরুদ্ধে।
ভুক্তভোগী মোসাঃ শিল্পি আক্তার বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায় সোনারগাঁও উপজেলার পৌরসভা এলাকার খাগুটিয়া গ্রামের ৬ নং ওয়ার্ডের আহমদ ( ৪৮), আছিয়া (৪০), হালিমা আক্তার (৪৩), শাহিদা(৫০) সর্ব পিতা মৃত সামসুদ্দিন, প্রবাসীর ছোট ভাই আহম্মদ তার ব্যবসায়িক প্রয়োজনে মোসাঃ শিল্পি আক্তার এবং তার স্বামীর কাছ থেকে সাত লক্ষ টাকা ধার হিসেবে নেয়।
উক্ত ধারের টাকা তার কাছে চাইতে গেলে আজ নয়তো কাল দিবে বলে তালবাহানা করিয়া আসিতেছে এরই ধারাবাহিকতায়,১৬- ১০- ২৫ বৃহস্পতিবার বিকেলে বিবাদী আহম্মদের কাছে পাওনা টাকা চাইতে গেলে আমার সাথে খারাপ আচরণ করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে আমি তার সাথে প্রতিবাদ করায় আমাকে কাঠের তৈরি দেশিয় অস্ত্র দিয়ে এলোপাথারি পটিয়ে শরীলের বিভিন্ন স্থানে রক্তাক্ত যখম করে , কিল ঘুষি সহ তল পেটে লাথি মেরে মাটিতে ফেলে দেয়, আমার পরনের সেলোয়ার কামিজ ছিড়ে ফেলে, আমার ডাক চিৎকার শুনিয়া আমার সন্তানরা এগিয়ে আসে।আমার ছোট ছোট সন্তানদেরকে আমার দেবর আহমদ অকথ্য ভাষায় গালমন্দ করে চর থাপ্পড় মারে।পরবর্তীতে আমার এবং আমার সন্তানদের চিৎকারে আশেপাশের লোকজন আগাইয়া আসিয়া আমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন।