কুমিল্লায় বিজিবির অভিযানে এক কোটি টাকার বেশি ভারতীয় পণ্য জব্দ
নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এক কোটি ১৫ লাখ ৫১ হাজার টাকা মূল্যের ভারতীয় পোশাকসামগ্রী ও মোবাইল ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ রোববার ভোরে চৌদ্দগ্রাম ও আদর্শ সদর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালায় বিজিবি।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিবেরবাজার ও কটকবাজার সীমান্তে পৃথক টহলে ৩২৩ পিস ভারতীয় শাড়ি, ১৮০ পিস শাল এবং ১,৭১৪ পিস মোবাইল ডিসপ্লে মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য এক কোটি ১৫ লাখ ৫১ হাজার টাকা।
১০ বিজিবি অধিনায়ক লে কর্নেল মীর আলী এজাজ জানিয়েছেন, চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ায় কাস্টমস গুদামে জমা দেওয়া হবে।