সোনাগাজীতে পল্লী চিকিৎসকের বাড়িতে ডাকাতি

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজী সদর ইউনিয়নের ছাড়াইত কান্দি গ্রামের আবদুল আজিজ খান পাঠান বাড়িতে ডা. শাহজাহান খানের ঘরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

সোমবার রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। ঘরে ছিটকানি ভেঙে ঘরে ঢুকে ৮ সদস্যের সশস্ত্র ডাকাতদল ঘরের সবাই কে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারির তালা ভেঙে নগদ চার হাজার টাকা, ৮ভরি স্বর্ণালংকার ও দুই লাখ টাকার মালামাল লুটে নিয়েছে। ক্ষতিগ্রস্ত শাজাহান স্থানীয় ভৈরব চৌধুরী বাজারের খান ফার্মেসীর মালিক ও পল্লী চিকিৎসক। সোনাগাজী মডেল থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো দেখুনঃ