নিয়ামতপুরে বিনামূল্যে কৃষকের মাঝে সার-বীজ বিতরণ
জনি আহমেদ, নিয়ামতপুর (নওগাঁ)

নওগাঁর নিয়ামতপুরে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৮০৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (০৩ নভেম্বর) বেলা ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম।
এসময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) হাবিবুর রহমান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জাহিদুল ইসলাম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শফিউল আলম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, উপজেলার ৮টি ইউনিয়নে ৮ হাজার ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে পর্যায়ক্রমে প্রণোদনার বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে। এর মধ্যে প্রতিজন কৃষককে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং বীজ দেওয়া হয়েছে।