পীরগঞ্জে গ্রাম আদালত কার্যকর্মের অগ্রগতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত
পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষ মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে গত বৃহস্পতিবার ৬ নভেম্বর বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী অগ্নিশিখা, ৭ ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ৩ জন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোট ১০ এ সভায় উপস্থিত ছিলেন।
সভায় গ্রাম আদালত এর মামলার অগ্রগতি বিষয়ে আলোচনা করা হয়। ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত পরিচালনায় বিদ্যামান চ্যালেঞ্জ সমূহ, শিক্ষনীয় দিক, দায়িত্ব কর্তব্য ও উপজেলা পর্যায়ের গৃহীত পদক্ষেপ সহ দিকনির্দেশনা মূলক আলোচনা হয় ।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান বলেন, দরিদ্র ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তির পথকে সহজ করার লক্ষ্যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের মাঠ পর্যায়ে কার্যক্রম চলছে। তাই প্রকল্পের সুনির্দিষ্ট উদ্দেশ্য হলো স্থানীয়ভাবে সহজে কম খরচে দ্রুত স্বচ্ছ পত্রিকার লাভের জন্য তৃণমূলের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারীর সক্ষমতা বৃদ্ধি করা।