নিয়ামতপুরে উপজেলা বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালিত

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর নিয়ামতপুরে উপজেলা বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করে। ৭ নভেম্বর বেলা সাড়ে ৩টায় দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও সংক্ষিপ্ত পথ সভার আয়োজন করা হয়।

বিশাল এই বর্ণাঢ্য র‌্যালির নেতৃত্ব দেন সদস্য ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির মনোনীত প্রার্থী ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে র‌্যালিটি কেন্দ্রীয় ঈদ গাহ এর সামনে থেকে শুরু করে উপজেলা সদও প্রদক্ষিন করে বাবু বাজার হয়ে তিন মাথায় এসে শেষ হয়।

র‌্যালি শেষে তিন মাথায় উপস্থিত নেতাকর্মীদেও উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।

নিয়ামতপুর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জিএম কাউসারুল ইসলাম রতনের উপস্থাপনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও রসুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন টিটু, নাজমুল হোসেন, আরিফ কাউসার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু, সিনিয়র যুগ্ন সম্পাদক সফিউল্লাহ সোনার, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম তোতা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শাহিন আলম, মানবাধিকার বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, সহ-কোষাধ্যক্ষ গোলাম মোর্শেদ,সহ-শ্রম বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম, কার্য নির্বাহী সদস্য সামাদ সোনারসহ ৮টি ইউনিয়নের বিএনপি ও সকল অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতৃবৃন্দ।

অপর দিকে সকাল ১০টায় সভাপতি নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ডাঃ ছালেক চৌধুরীর নেতৃত্বে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের একাংশ আলাদাভাবে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করেছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা বিএনপি অফিসের সামনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশার সভাপতিত্বে আলোচনা সভায় মোবইলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ডাঃ মোঃ ছালেক চৌধুরী।

আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও হাজিনগর ইউপির সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম ভিপি, খলিলুর রহমান, যুগ্ন সম্পাদক নূরে আলম সুজা, কৃষি বিষয়ক সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান আব্দুর রহমান বাবু ।

উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মঞ্জুর রহমান মঞ্জু, সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, চন্দননগর ইউনিয়ন বিএনপি নেতা বদিউজ্জামান, ভাবিচা ইউনিয়ন বিএনপি নেতা সেকেন্দার আলী।

আরো দেখুনঃ