ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিড়ালের চোখ তুলে নেয়া ও প্রাণি নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা
কুমিল্লা প্রতিনিধি।।

“প্রাণী নির্যাতন বন্ধ করি’ ‘তাদের প্রতি যত্নশীল হই” শ্লোগানে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিড়ালের চোখ তুলে নেয়া ও প্রাণি নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে নগরীর কান্দিরপাড় পূবলী চত্বরে প্রাণিভিত্তিক সংগঠন ‘‘ক্যাটস হোম বিড়ালের বাড়ি” এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ক্যাটস হোম বিড়ালের বাড়ি এর প্রতিষ্ঠাতা রোটারিয়ান মোহাম্মদ সাইফ উদ্দিন রনীর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন রোটারিয়ান আবদুল্লাহীল বাকী ভেট আসিফ মাহমুদ, ডা. সুমন, সাংবাদিক আশিকুর রহমান আশিক, শাহ ইমরান, সাইফুল ইসলাম সজিব, রাসেল আহমেদ, প্রাণি প্রেমী আলভী নূর, তানিয়া আক্তার মৌসমী, আরেফীন মীমসহ আরও অনেকে।
মানববন্ধনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিড়ালের চোখ তুলে নেয়া ও দেশের বিভিন্ন স্থানে প্রাণি নির্যাতনের প্রতিবাদ জানান এবং দোষীদের আইনের আওতায় এনে শাস্তির প্রদান ও প্রানিদের নিরাপদে বসবাসের ব্যবস্থা করার দাবী জানান।