বাগমারায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

বাগমারায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শনিবার বিকেলে বাগমারার উপজেলা সদর ভবানীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়কে র্যালী অনুষ্ঠিত হয়। র্যালী শেষে ভবানীগঞ্জ বাজারের আলুহটা মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম মার্সাল।
উদ্বোধক ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব বিশ^নাথ সরকার। আলোচনা সভায় জাতীয়তাবাদী সব শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে দেশে শক্তিশালী গণতন্ত্র বিনির্মাণের আহবান জানিয়ে প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন রাজশাহী-৪ (বাগমারা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া।
ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও উপজেলা তাঁতীদলের আহবায়ক মামুনুর রশিদ মামুনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- তাহেরপুর পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আবু নাঈম সামসুর রহমান মিন্টু, জেলা যুবদলের আহবায়ক মাকছুদুর রহমান সজল, সদস্য সচিব রেজাউল করিম টুটুল, সিনিয়র যুগ্ন আহবায়ক ফায়সাল সরকার ডিকো, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদুর রহমান লিটন, সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুল, জেলা মহিলা দলের সভাপতি শামসাদ বেগম মিতালী, জেলা ছাত্রদলের সভাপতি শামীম সরকার, নরদাশ ইউপির প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম, ঝিকরা ইউপির সাবেক চেয়ারম্যান সাইদুজ্জামান রতন, তাহেরপুর পৌর বিএনপির সম্পাদক আব্দুল আলিম বাবু, ভবানীগঞ্জ পৌর বিএনপির সম্পাদক আব্দুল মালেক, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যাপক শামসুজজোহা বাদশা, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, বাসুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আয়াছিন আলী, শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম ও সম্পাদ আবু সামা মিষ্টার প্রমূখ।